বৃহস্পতিবার, মে ২, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিনির্বাচনের বছরে ইসির বরাদ্দ বাড়ছে হাজার কোটি টাকা

নির্বাচনের বছরে ইসির বরাদ্দ বাড়ছে হাজার কোটি টাকা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ২ হাজার ৪০৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল ১ হাজার ৪২৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছর ইসির জন্য ১ হাজার ৫৩৮ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল, যা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় ১ হাজার ৪২৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইসির জন্য ২ হাজার ১২৪ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ২৮২ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments